মেহেদী হাসান, জামালপুরঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-০২(ইসলামপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তিনি মনোনয়ন ফরম ক্রয় করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টি নেতা মোস্তফা আল মাহমুদ বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও দলীয় চেয়ারম্যানের নির্দেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জামালপুরের ইসলামপুর জাতীয় পার্টির দুর্গ। এ আসনটি এবার জাতীয় পার্টির দখলে থাকবে।নেতাকর্মীরা ভীষণ আনন্দিত ও উজ্জীবিত।
তিনি আরও বলেন, এবার নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পিছিয়ে পড়া ইসলামপুরে উন্নয়নের নামে হয়েছে লুটপাট। কর্মে যিনি জিরো, তার নাম হয়েছে কর্ম বীর। বেকারত্ব ও নদী ভাঙ্গনে গ্রাস করে ফেলেছে এই উপজেলা। নির্বাচনে জয়ী হলে সবার আগে বেকারত্ব সমস্যা সমাধানে শিল্পকারখানা সহ নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাধ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
Leave a Reply