স্টাফ রিপোর্টারঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ দীপু মনি’র রাষ্ট্রীয় সফর শেষে গতকাল ২৭ মে শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেন। তিনি গত ১৩ই মে লন্ডনের Education World Forum এর রিসেপশন এ যোগ দিয়েছিল । শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি লন্ডনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে দেখা সৌজন্য মতবিনিময় করেন এবং প্রয়াত কিংবদন্তী সাংবাদিক, লেখক, কলামিস্ট, একুশের অমর গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন কর্তৃক আয়োজিত শোক সভায় উপস্থিত থাকেন। এরপর তিনি লন্ডন থেকে ভারতের ব্যাঙ্গলরে 7th India Ideas conclave আমন্ত্রিত অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগদান করেন। গত
২৩ তারিখ সকালে বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় ranking প্রদানকারী প্রতিষ্ঠান QS World এর কর্তা ব্যক্তিরা সাক্ষাত করেন। ঐদিন সন্ধ্যায় World Economic Forum এর সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সুইটজারল্যান্ডের ডাভোসে।
Leave a Reply