চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সদর ১২ নং চান্দা ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে,
মঙ্গলবার সকাল ১০ টার সময় কার্ডধারি ১৮৬৭ জেলেদের মাঝে চাল বিতরণ উদ্ভোধন করেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, সে সময় ইউপি চেয়ারম্যান খান জাহান আলি কালু পাটওয়ারী৷ বলেন এবার ২ শর মত জেলে কাডের চাল কম পেয়েছি, ১৮৬৭ জেলের মাঝে ১৬৯৯ জন কাডের চাল পেয়ে উপজেলা চেয়ারম্যান কে অবগতি করে মেম্বারদের সাথে আলোচনা করে ৪০ কেজি হারের দুই বারের ৮০ কেজি পরিবর্ত্বে কিছু কম দিয়ে সকল জেলেদের মাঝে চাল বিতরণ করেন।
চাল বিতরণ কালে উপস্হিত ছিলেন টেক অফিসার তাপস দাস, ইউপি সচিব বশির উল্লা, এছারা পর্যায়ক্রমে খাজা আহামেদ মেম্বার।হাজি আলি আহামেদ মেম্বার। ,মোঃ রুবেল শেখ মেম্বার। আলমগীর হোসেন মিঝি মেম্বার। খোকন ভুইয়া মেম্বার। সলেমান শেখ মেম্বার। কালাম পাটোয়ারি মেম্বার। ,মিজান মেম্বার। আঃ কুদ্দুস মেম্বার। এছার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাফাজ্জল হোসেন খান,ইউনিয়ন নেতা রেজাউল করিম স্বপন। সহ আরো অনেকে
এদিকে জেলেরা বলেন এবার আমরা চাল কম পেয়েছি, যেখানে ৮০ কেজি করে পেতাম সেখানে ৭০ কেজির ও কম চাল পেয়েছি, তবে আমরা আগে জানতাম না কিছু জেলেদের নাম বাদ পরেছে বলে আমাদের চাল থেকে তাদের কে চাল দেওয়া হয়েছে, তাহা এখানে এসে জানতে পারলাম।
Leave a Reply