হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন বেপারী কর্তৃক জেলের চাউল আত্মসাৎ অভিযোগে জেলে কার্ডধারী মোঃ আহছান উল্যাহ হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।
বৃহস্পতিবার হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মৃত আজিজ আলী ছেলে জেলে মোঃ আহছান উল্যাহ ঢালী ইউপি সদস্যের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানান যায় প্রতিবছরের ন্যায় অভয় আশ্রয় চলাকালীন সময় সরকার কর্তৃক প্রতি জেলেদের জন্য চল্লিশ কেজি করে চাউল বরাদ্দ করেন। এ ব্যাপারে মোঃ আহসান উল্যাহ অভিযোগ করে বলেন, মেম্বারের কাছে আমার জেলে কার্ডের টোকেন চাইলে তিনি বলেন তোমার কার্ড সরকার বাতিল করে দিয়েছে। আমাকে আমার নামের কার্ড না দিয়ে গত ২ মাসের চাউল আত্মসাৎ করেন।আমার ছাড়াও এ রকম বহু জেলেদের কার্ড না দিয়ে তিনি সরকারের চাউল আত্মসাৎ করেন। তাছাড়াও বিগত বছরগুলোতে মৃত্যু ব্যক্তিদের নামের চাউল উত্তোলন করে উক্ত চাউল তিনি আত্মসাৎ করে ভূঞা মাষ্টার রোল দাখিল করেন। তিনি আরো লিখিত অভিযোগ বলেন, প্রতি কার্ডধারীদের মাঝে টোকন বিতরণ এর সময় ১২০ টাকা করে উত্তোলন করেন। আমি এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কে মৌখিক অভিযোগ করলেও তিনি কোন কর্নপাত করেনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার মত সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয় এবং তার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবী করছি। এ ব্যাপারে ইউপি মোঃ রুহুল আমিন বেপারী জানান গত টিপে চাউল দেইনি এ টিপে টোকন দিয়েছি।