স্টাফ রিপোর্টার ॥
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ বলেন, শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনেক প্রতিক্ষিত আনন্দের। দীর্ঘ দুই বছর পর আবার মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদানে ফিরে এসে ক্রীড়া ও সংস্কৃতিতে সরগরম হয়ে উঠেছে। জেলা শহরের মধ্যে সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি মেয়েদের জন্য বড় মাঠ হলে খেলাধুলার জন্য ভালো হতো। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে শিক্ষার্থীদের শরীর ও মন ভালো থাকে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মেয়ে সন্তান পরিবারের সম্পদ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা যদি সাবলম্বী হয়, পরিবার ও সমাজ দুই-ই উপকৃত হবে। বাবা-মায়েরা সঠিক শিক্ষার জন্য মনোবল যোগাতে হবে। বতর্মান প্রযুক্তি নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম যুগে সুফল ও কুফল দুটোই আছে। তাই তোমরা প্রযুক্তির ভাল দিকগুলো গ্রহণ করবে। কেউ যদি তোমাদের স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিং করে তাহলে থানায় অভিযােগ করতে কোন দ্বিধা করবে না। তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বে মেয়েরা এগিয়ে, দেশের প্রধানমন্ত্রী নারী, স্থানীয় এমপি-শিক্ষামন্ত্রীও নারী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ দেবনাথ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)। ধারা বর্ণনা ও অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শিরিন আক্তার সুলতান ও মাসুদুর রহমান। ক্রীড়ানুষ্ঠান উদ্বোধনের পর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসা, মোঃ জাহিদুল ইসলাম, আবুল কাশেম মোহাম্মদ আসাদ উল্লা, আসমা আক্তার প্রমুখ।