টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে চিলড্রেন ভিলেজ, বিদেশী এনজিও সংস্থা এসওএস শিশু পল্লী বাংলাদেশের উদ্যোগ চলমান গরীব, অসহায়, পূর্ণবাসন, খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় গাজীপুর মহানগরের ৪৯নং ওয়ার্ড টঙ্গী এরশাদ নগরের ৪৩টি এতিম শিশু লালিত পালিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গীর এরশাদ নগর তরুণ সংঘ আইডিয়াল স্কুল মাঠে এতিম শিশু লালিত পালিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন ভিলেজ প্রোগ্রাম অফিসার আনিসুল রহমান, স্থানীয় প্রতিনধি ও সমাজ কর্মী আল আমিন মুন্না, তরুণ সংঘ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রুস্তম আলী টুটুল, সাব্বির হোসেন, টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক- রেজাউল কবির রাজিব, মাসিক সংবাদ আলোচনা’র প্রকাশক ও সম্পাদক মোঃ ইফনুছ আলী, তরুণ সংঘ আইডিয়াল স্কুল সহকারী প্রধান শিক্ষক মোঃ হাসানুল বান্না সুমন। সহকারী শিক্ষক মোঃ হানিফ মিয়া, ইফনুস আলী সুমন, শাহজাহান মিয়া, রিয়াদ হোসেন, মাসুদ রানা প্রমুখ।
এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার আনুসুর রহমান বলেন, এসওএস চিলড্রেন ভিলেজ ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া ও বাগেরহাট জেলায় অস্ট্রেলিয়ার অর্থায়ণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের এতিম, হতদরিদ্র ঝরে পড়া শিশুদেও পূর্ণবাসন ও লেখা পড়া শিখিয়ে দিচ্ছে। কর্মসুচীর আওতায় সংস্থাটি টঙ্গীর এরশাদনগরে ৪৭টি সুবিধাভোগী এতিম শিশুকে লেখা পড়ার খরচ হিসেবে প্রতি মাসে তিন হাজার পাঁচশত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। খাদ্য কর্মসূচির আওতা ধারবাহিকভাবে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
এ সময় এতিম শিশু লালিত ৪৩টি পরবারের মাঝে ১৫ কেজি চাউল, তেল ২ কেজি, লবন ১ কেজি, ডাল ২ কেজি, আলু ৩ কেজি, গুড়া দুধ ২০০গ্রাম (১প্যাকেট), চিনি ৩ কেজি, পিয়াজ ৩ কেজি, লাইফবয় ২পিচ, হুইল সাবান ২ পিচ, রিণ পাউডার ৫০০ গ্রাম ১ প্যাকেট, বিস্কুল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য এসওএস শিশু পল্লী (চিলড্রেন্স ভিলেজেস) বাংলাদেশের উদ্যোগে এতিম শিশুদের মাঝে তিন মাস পর পর খাদ্য সামগ্রী বিতরণ করেন। তাদের লেখা পড়ার-ভরণ পোষণ দায়িত্ব পালন করেন ও এসওএস শিশু পল্লী।
Leave a Reply