চাঁদপুরের হাইমচর উপজেলায় ১০ নম্বর বিপদ সংকেত ঘুর্ণিঝড় মোখা সময়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুতি রয়েছি সাংবাদিকদের সাথে
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী তিনি বলেন ঘূর্ণিঝড় ‘মোখা’ পূর্ব এবং পরবর্তী সময়ের সতর্কতা বিষয়ে হাইমচর উপজেলা ৬ টি ইউনিয়নে মসজিদে মাইকিং করে প্রচারনা চলছে। হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন, হাইমচর ইউনিয়ন, গাজীপুর ইউনিয়ন, উত্তর আলগী ইউনিয়ন, দক্ষিণ আলগী ইউনিয়ন, চরভৈরবী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্যদের নির্দেশনা দিয়েছেন নূর হোসেন পাটোয়ারী। তিনি আরো বলেন সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে জনগণের জান-মালের নিরাপত্তার জন্য কাজ করছি তিনি বলেন বলেন গাজীপুরের চরাঞ্চলে নির্মিত হয়েছে মজিব কেল্লা, গুচ্ছগ্রাম,আশ্রয় প্রকল্প ও মুজিব কেল্লায় এসে সবাই আশ্রয় নিবেন।
সবাই নিরাপদে আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply