হাতিয়া (নোয়াখালী )সংবাদদাতা।। সোমবার বিকেলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার হরেন্দ্র মার্কেট সংলগ্ন এলাকার বালুর মাঠের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ বিতরণ প্রকল্প পরিদর্শন করেন বিদ্যুৎ ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব মোঃ মোহসিন চৌধুরী, পিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আহমেদ, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন সহ দাপ্তরিক বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন। উল্লেখ্য হাতিয়া দ্বীপ- নিঝুমদ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ নির্ভরযোগ্য ও টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ বিতরণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে ।ইতোমধ্যে বিদ্যুৎ সঞ্চালনের খুঁটি বসানোর কাজপ্রায় শেষ পর্যায়ে।১৫ মেগা ওয়াট পাওয়ার প্লান্ট এর নির্মাণ কাজ করছে দেশে দেশ এনার্জি নামীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বিতরণ ব্যবস্থার দায়িত্ব থাকবে পিডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ার বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী উপ-বিভাগীয় প্রকৌশলী মো মশিউর রহমান।
Leave a Reply