মোঃ ইসমাইলঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার হাইমচর উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অফিস কতৃক আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার মোঃ বারেক বকাউল, ডেপুটি কমান্ডার ডাঃ মোঃ হাফিজ আহম্মদ, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরেফিন, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজীপ্রমূখ। আলোচনায় বক্তৃতারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবন আদর্শ তুলে বক্তব্য রাখেন।