হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১০ নং ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন একাডেমির অভাবে শিক্ষা ব্যবস্থা ব্যহত হচ্ছে। হাইমচর উপজেলার ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ টি ভবনের ১ টি অবস্থা জরাজীর্ণ, যাহা বিদ্যালয়ের শিক্ষা পাঠদান করার উপযোগী নয়। বিদ্যালয়ের ২৪৭ জন শিক্ষার্থীদের মনোরম পরিবেশে ও যুগ উপযোগী পাঠদানের জন্য ভবন খুবেই জরুরি। শিক্ষার্থীদের শিক্ষা মান উন্নয়নের নতুন একাডেমি ভবন না হলে স্কুলে শিক্ষা মান উন্নয়ন ও উন্নত শিক্ষা থেকে বঞ্চিত হবে এলাকার শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের ২ টি ভবনে মধ্যে একটি ভবন দেয়াল ও ছাদ ঘেঁষে পড়তে দেখা যাচ্ছে। যাহা কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের সম্পূর্ণ অনুপযোগী। বিদ্যালয়ের পুরতন ভবনের ক্লাসে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি রয়েছে। যে কোন মহুর্তে কোন ধরনের দূঃঘটনার আশংকা রয়েছে। এ বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহ রশিদ জানান আমাদের একাডেমি অভাবে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারছি না। আমাদের শিক্ষার্থীদের যে পরিমান আছে তাদের কে রুমের সংকলনে পাঠদানে ব্যহত হচ্ছে। যে ভবনটি দেখছে তার কাঠামো দিক থেকে ঝুঁকি পূর্ণ। আমাদের একটি পাঠদান উপযোগী ভবন দরকার। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি জানান, এ স্কুলে জরুরি ভিত্তিতে একটি একাডেমি ভবনের খুবই অভাব। বিদ্যালয়ের শ্রেণির কক্ষে অভাবে বাচ্চা ক্লাসে মনোযোগী হতে পারছে না। আমি মাননীয় শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি’র কাছে অনুরোধ এ বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নের ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি এড়াতে একটি নতুন ভবন দেওয়া অনুরোধ করছি।