হাইমচর প্রতিনিধিঃ
হাইমচর উপজেলার প্রাণকেন্দ্র প্রাণী সম্পদ অফিসে পিছনে হযরত আলী( রা) ও হযরত ফাতেমা (রা) মহিলা মাদ্রাসার অভিভাবক সমাবেশ, নতুন বছরের শিক্ষার্থীদের ছবক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার হাইমচর উপজেলায় হযরত আলী( রা) ও হযরত ফাতেমা (রা) মহিলা মাদ্রাসার পরিচালক মোঃ নাজমুল হোসেন মেলকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ খতিব মাওঃ মোঃ জুলফিকার হাসান মুরাদসহ অন্যন্য আলেমগন। এ সময় বক্তারা বলেন দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে এ মাদ্রাসা ২ টি হাইমচর উপজেলার মধ্যে লেখাপড়ার মান অনেক ভাল। এখানে সুদক্ষ পুরুষ ও মহিলা শিক্ষিকা দ্বারা কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষার ব্যবস্থা রয়েছে। আরো বলেন, মাদ্রাসার শিক্ষা মান উন্নয়নের অভিভাবকদের আরো সচেতন হতে হবে। আপনারা মাদ্রাসায় আসবেন এসে আপনার সন্তানে লেখা পড়া খোঁজ নিবেন। আলোচনা শেষে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠান হয়। মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।