1. haimcharbarta2019@gmail.com : haimchar :
হাইমচরে স্বাধীনতা দিবস উদযাপন জাতির জনক বঙ্গবন্ধুর সৃষ্টি সোনার বাংলার সুফল ভোগ করছি ....... উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:১০ অপরাহ্ন

হাইমচরে স্বাধীনতা দিবস উদযাপন জাতির জনক বঙ্গবন্ধুর সৃষ্টি সোনার বাংলার সুফল ভোগ করছি ……. উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৫১ Time View

হাইমচর প্রতিনিধি ।।
চাঁদপুরের হাইমচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকাল ৯টায়
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী, বেলা ১২ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ,
বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতি অনুষ্ঠান এর মাধ্যমে উদযাপন করা হয়েছে

২৬ মার্চ শনিবার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এসকল অনুষ্ঠান উদ্ভোদন ও
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

উদ্ভোদনী অনুষ্ঠানে নূর হোসেন পাটওয়ারী বলেন পাকিস্তানি শাসকদের শোষণ, নির্যাতন থেকে মুক্তির লক্ষে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আজকের এই দিনে পৃথিবীর মানচিত্র আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তি কামী মানুষ আত্ন উৎস্বর্গ করে স্বাধীন দেশ উপহার দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা সকলের উদ্দেশ্যে নূর হোসেন পাটওয়ারী আরো বলেন বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমরা স্বাধীনতার সুফল এর সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সুফল ভোগ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উন্নত দেশ এর কাতারে উন্নীত হবে।
উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে এসকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বারিক বকাউল, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদার,
হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

আরও উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ও বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিকদার,দূর্গাপুর উচ্চ প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, নীলকমল ওচমানীয়া উবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।

পুরো অনুষ্ঠান জুড়ে প্রশাসনের কিছু কর্মচারীদের খাম খেয়ালীপনা আচরণে ক্ষোভ প্রকাশ করছেন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকসহ উপস্থিত সুধীজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews