হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর পাড়া বগুলা গ্রামে মহন সরদারের বাড়ির থেকে সরকারি ঘরের ৯৫০ কেজি লোহার এঙ্গেল জব্দ করে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন। এঙ্গেল বিক্রয় তা আজগর কে আটক নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে আটক আজগর জানায় হাইমচর ইউনিয়নের সরকারি ভাবে মানুষকে দিয়েছি, সে ঘর গুলি নদীতে ভাঙ্গলে লোকজন বিক্রি করে ফেলেছে। আমি হানিফ নামে এক ব্যক্তির কাছ থেকে কিনে আনছি। কিনে এনে মহন সরদারের নিকট বিক্রি করি। উদ্ধারকৃত সরকারি মালামাল উপজেলার চরভৈরবী ইউনিয়ন চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের নৈশ হরি মহন সরদারের বাড়ির থেকে জব্দ করেন।
স্থানীয় লোকজন জানায় আজগর কে চাপ দিলে বাকী সরকারি মালমাল কোথায় কোথায় বিক্রি হচ্ছে তা জানা যাবে। এ ব্যাপারে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, সংবাদ পেয়ে মালামাল জব্দ করি এবং আজগর নামে লোক জিজ্ঞেসা করার জন্য আটক করি।
Leave a Reply