হাইমচর প্রতিনিধিঃ
হাইমচর উপজেলার শেখ ফজলুল হক মনি স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মরহুম ইদ্রিস চেয়ারম্যান স্মৃতি সংসদ ৩- ১ গোলে জনতা বাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
২৬ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ও আলোচনা সভায় আলগী বাজার খেলা ঘর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য কাজী আঃ গনি, মকবুল হোসেন মিয়াজী, শেখ নজরুল ইসলাম বাদল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাউদ্দিন টিটু হাওলাদার, হাইমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত সরকার প্রমুখ।।
আলোচনা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে প্রাইজমানি ও ট্রফি বিতরণ করা হয়।
ফাইনাল খেলা পরিচালনা করেন খুদিয়া বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষন চন্দ্র সরকার।।