হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র উন্নয়ন বাঁধাগ্রস্থকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে করেছে হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার হাইমচর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের থেকে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিল শেষে উপজেলা হাসপাতাল মোড়ে প্রতিবাদ সমাবেশ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর পরিচালনা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্র লীগ সাধারণ সম্পাদক মোঃ মানিক পাটওয়ারীপ্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ। এ সময় হাইমচর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া বলেন, যারা আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তারা হুশিয়ার হয়ে যান। আমরা কাউকে ছাড় দিবো না। যারা হাইমচরের উন্নয়নে বাঁধা গ্রস্ত করা কাজে লিপ্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র বড় ভাই ডাঃ জেআর ওয়াদুদ টিপু ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে যে মিথ্যাচার প্রচারের যারা লিপ্ত আছেন তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তারা হুশিয়ার হয়ে যান তা না হলে পিঠের চামড়া থাকবে না।
Leave a Reply