চাঁদপুরের হাইমচরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, হাইমচরথানা, ফায়ার সার্ভিস, বিভিন্ন দপ্তর, হাইমচর সরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নুর হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, শাহানাজ বেগম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য জনাব খুরশিদ আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ পাটওয়ারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো: ইয়াসিন, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ জনাব কামরুল হাসানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, সর্বস্তরের জজনপ্রতিনিধি এবং জনগন।
Leave a Reply