হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্বচরকৃষ্ণ গ্রামের মৃত্য নুর হোসেনের স্ত্রী লিলুফা বেগম
তার সকল সম্পত্তি দলিল করে দিয়ে যান। মৃত্য নুর হোসেন স্ত্রী দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ রয়েছে। নুর হোসেন জীবিত থাকাকালীন বাবা ও মা উভয় তাদের একমাত্র সন্তান আমেনা বেগম সুমীকে ষ্ট্র্যাম্পের মাধ্যমে তাদের সকল সম্পত্তি ( ১৩ কড়া) বিক্রি করে। যার খতিয়ান এস এ ৬৯১, বিএস ১৪৭০ ও ১১৫৬, দাগ নং ৫৬০৮ ও ৫৬০৯ এবং খারিজ নং ১৫৬০, মৌজা পঃচরকৃঞ্চপুর। সুমির বারার মৃত্যু পর তার মা লিলুফা বেগম মানসিক ভাবে ভেঙে পড়ে। স্বামী মৃত্যুর পর নিলুফা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে তাদের এ সম্পত্তি দখল ও নিলুফা বেগমের কাছ থেকে সকল সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল পায়তারা করছে।
এ ব্যাপারে আমেনা বেগম সুমি জানান, আমার বাবা ও মা ষ্ট্যাম্পের মাধ্যমে আমার কাছে সকল সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে যায়। আমার কোন ভাই ও বোন নেই, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার মা বর্তমানে মানসিক রোগী। তিনি কোথায় আছে আমি জানি না। তিনি এখন নিখোঁজ রয়েছে। আমি আমার ক্রয়কৃত জমিতে সেমিপাকা রুম করে বসতবাস করে আসছি।তিনি আরো জানায় ঘূর্ণিঝড় গাছ পালা ভেঙে গেছে আমি ঐ গাছপালা কাটছি কেন সেই জন্য লোক পাঠিয়ে আমার কাছে টাকা দাবী করে বলে এটা প্রভাবশালী জনক জনপ্রতিনিধি তার বাড়ী। গত ২৯ অক্টোবর আমাকে প্রভাবশালী একজন ফোন করে বলেন, তোমার মা কে দিয়ে তোমাকে কিছু জমি লিখিয়ে দেই। বাকী জমি আমি কিনে নিবো। আমি প্রশাসনের কাছে অনুরোধ আমার মায়ের কাছ থেকে কোন প্রকার যেন জমি দলিল করে নিতে না পারে সে সহযোগিতা কামনা করছি।