হাইমচর প্রতিনিধিঃ
হাইমচর শিল্প ও পন্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২ রা জুন বিকাল ৫ টায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। মেলায় ৪০ টি স্টল ও দুইটি পেভিলিয়ন রয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, আওয়ামী লীগের সহ-সভাপতি এম বাশার।
উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, যুবলীগ সদস্য ইসমাইল হোসেন আখন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী,
আওয়ামী লীগ নেতা খাজা আহম্মেদ গাজী, মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মহসিন কবির, সদস্য সচিব আরিফুর রহমান মিয়াজী, সদস্য মোঃ হোসেন ছৈয়াল প্রমুখ।
অনুষ্ঠানে মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply