মরহুম মাষ্টার জব্বার পাটওয়ারী স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
আনন্দঘন পরিবেশে মরহুম মাষ্টার জব্বার পাটওয়ারী স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকালে হাইমচর উপজেলার জামিলিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে খেলা শুভ উদ্বোধন অনুষ্ঠানে উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া খানের সভাপতিত্বে ও উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন পাটওয়ারীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জামিলিয়া মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সাবেক সহ-সভাপতি এম বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী
সহ বাগান বাড়ির সকল খেলোয়াড় গন উপস্থিত ছিলেন।