1. haimcharbarta2019@gmail.com : haimchar :
হাইমচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। - হাইমচর বার্তা
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে বিদ্যুষ্পৃষ্টে হয়ে যুবকের মৃত্যু ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত ফরিদগঞ্জে কড়ৈতলী বাবুবাড়ির দিঘী নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত ফরিদগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া জামালপুর সদর আসনে আলোচনায় জাপার নতুন মুখ আনোয়ার হোসেন ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ মেলান্দহে মির্জা আজম এমপির জন্মদিন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়দল আখন’র স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

হাইমচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৯৩ Time View

মোঃকবির হোসেন ।।

হাইমচরে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭)২০২২।

১২ মে বৃহস্পতিবার বিকাল ৩ টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী এর পরিচালনায়,
এ টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ভুমি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুুমায়ন কবির প্রধানীয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী, বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, হাইমচর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আঃ রহমান কবিরাজ, মোঃ ইসমাইল হোসেন, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতায় এবং চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উল্লেখ্য, বালক (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সারা দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন ও ২৫৭ টি পৌরসভার ৪ হাজার ৮২৮টি দলের ৮৬ হাজাট ৯০৪ জন, জেলা পর্যায়ে ৬৪টি জেলা ও ৮ টি সিটি কর্পোরেশনসহ ৬৮টি দলের ১ হাজার ২২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। সর্বশেষ ৮ টি বিভাগীয় দলের ১৪৪ জনসহ সারা দেশের ৯৮ হাজার ৭৩০ জন বালক অংশ নেয়ার সুযোগ পায়। বালক বিভাগে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও বালিকাদের প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়। সারা দেশে ১১ হাজার ৮২৬ জন বালিকা এই প্রতিযোগিতায় অংশ নেন।
আজকের খেলায় উত্তর ইউনিয়ন বনাম গাজীপুর ইউনিয়ন অংশগ্রহণ করেন, উক্ত খেলায় গাজীপুর ইউনিয়ন কে এক গোলে হারিয়ে বিজয়ী হয়েছে উত্তর ইউনিয়ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews