1. haimcharbarta2019@gmail.com : haimchar :
হাইমচরে প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মোকলেছুর রহমানের দাফন সম্পন্ন। - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:২৫ অপরাহ্ন

হাইমচরে প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মোকলেছুর রহমানের দাফন সম্পন্ন।

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৯৯ Time View

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও হাইমচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হাইমচর কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট মোকলেছুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি…)। তিনি ১লা জুন বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২ লা জুন শুক্রবার সকাল ১০ টায় নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম মোকলেছুর রহমানের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজের ইমামতি পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা জুলফিকার হাসান মুরাদ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, জামাতা পুত্রবধূ নাতি-নাতনি সহ আত্মীয়-স্বজন সহ বহু শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সাবেক সহসভাপতি এম এ বাশার, হুমায়ন পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্যা বেপারী, জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনর রশীদ গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, হাইমচর কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, দক্ষিণ আলগী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাস্টার, চরভৈরবী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, বর্তমান চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতয়াল, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সহ রাজনিতীবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী, গন্যমান্ন্য ব্যাক্তী ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন।
মরহুমের জানাজার পূর্বে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও শোক নিবেদন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews