হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আমিন দেওয়ান (১৮) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২জন মোটর সাইকেল আরোহী।
শনিবার (৭মে) ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া ভূইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আমিন দেওয়ান ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মিজানুর রহমান দেওয়ানের ছেলে এবং আহতরা হলেন, কমলাপুর গ্রামের মোক্তার আহমেদের ছেলে রাকিবুল হাসান (২২) ও শাহজান খাঁনের ছেলে রাশেদ খাঁন (২৫)
হাইমচর থানার এসআই শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, রামপুর বাজার থেকে আলগীবাজার আসার পথে পশ্চিম লাড়ুয়া এলাকায় পিকাপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ৩ জনকে গুরুতর অবস্থায় হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ৩জনের মধ্যে আমিন দেওয়ান নামক যুবককে মৃত ঘোষনা করেন। বাকি দুই যুবক প্রাথমিক চিকিৎসা শেষে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই পিকাপ ভ্যানটি পালিয়ে যায় ।এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।
Leave a Reply