হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের রহমতুল্লাহ বেপারী ২ বছরের শিশু পুত্র আবদুল্লাহ পাশের খালে পড়ে মৃত্যু বরন করে। মঙ্গলবার দুপুর আড়াই টায় হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে শিশু আবদুল্লাহ পানিতে ডুবে গিয়ে ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানাযায় হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের রহমতুল্লাহ বেপারী ছেলে আবদুল্লাহ দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে থাকা রাস্তা পাড় হয়ে খাল পাড়ে গেলে পানিতে ডুবে যায়। শিশু টি ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। ছেলেকে হারিয়ে মা দিশেহারা। এ মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।