হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। কুমিল্লা শিক্ষা বোর্ড হাইমচর উপজেলার নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম আল মামুন সুমন কে ২ বছরের জন্য পুনরায় সভাপতি মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেন। কমিটির অন্যন্য সদস্যরা হলেন দাতা সদস্য এসএম আল মামুন সুমন, অভিভাবক সদস্য আব্দুল কাদের, শাহআলম পেদা, মোঃ আমিন মিজি, সোহরাব হোসেন টিটু, সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম, শিক্ষক প্রতিনিধি আলী আকবর, প্রশান্ত কুমার দাস দেওয়ান, রেবেকা সুলতানা ও সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম।