হাইমচর( চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই ( মঙ্গলবার) হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনের সভাপতিত্বে সভায় অভিভাবক সদস্য মোঃ সোহরাব হোসেন টিটু প্রস্তাবে ও সদস্য মোঃ আমিন মিজি সমর্থনে সকলে প্রকাশে হ্যাঁ ভোটে ৫ ম বারের মত নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, অভিভাবক সদস্য আঃ কাদের, আমিন মিজি, শাহআলম পেদা, সোহরাব হোসেন টিটু, সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম, শিক্ষক প্রতিনিধি আলী আকবর, প্রশাননত কুমার দাস, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রেবেকা সুলতানা, জেলা ছাত্রলীগ সহ- সভাপতি মোঃ মহসিন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ কোতয়াল প্রমূখ। এ সময় নবনির্বাচিত সভাপতি এসএম মামুন সুমন সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা আমাকে যে গুরু দায়িত্ব পালন করার জন্য সভাপতি মনোনীত করেছেন তা যেন সঠিক ভাবে পালন করতে পারি এ জন্য আপনাদের সহযোগিতার লাগবে। বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নের যে কোন কাজ আপনাদের কে সাথে নিয়ে করবো ইন্নাশাল্লাহ। আপনারা আমার পাশে থাকলে কোন কাজ করতে গিয়ে ব্যর্থ হবো না। সবাই আমার জন্য দোয়া করবেন।