হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী। সোমবার হাইমচর উপজেলা পরিষদ মাঠে ২০২১-২০২২ আর্থিক সালের বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প ( ২য় পর্যায়) আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী বলেন, ইলিশ সম্পদ রক্ষা অভিযানে আপনারা যাতে নদীতে মাছ ধরতে না যেতে হয় এ জন্য সরকার জেলেদের মাঝে ছাগল বিতরন করেছেন। ছাগল পালন করে নিজেদের আর্থিক ভাবে স্বচ্ছতা আনতে সহয়ক হবে। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমিনুর রহমান, ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম,সহ-সভাপতি মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনপ্রমূখ।