হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া কে সংবর্ধনা প্রদান করেন। সোমবার সকালে হাইমচর উপজেলার চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া কে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওঃ মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলামের পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া। এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার দাতা সদস্য মোঃ নাইমুর করিম টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন লিটন পাইক, অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেন সরদার, মাদ্রাসার সহ সুপার মাওঃ মোঃ আঃ কাদের, সাবেক ইউপি সদস্য কাদির হাওলাদার, অভিভাবক মোঃ ইউসুফ আলী কাজী, মোঃ নাজমুল হোসেন হাওলাদারসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।