মোঃ হোসেন।গাজী।।
চাঁদপুরের হাইমচর উপজেলায় দীর্ঘদিন ধরে আলগী বাজার থেকে সাইকেল চুরি হওয়া ঘটনা ঘটে আসছে। সাইকেল চুরি হওয়া সাধারন জনতা অতিষ্ঠ হয়ে উঠেছে।
গত শনিবার দুপুরে আলগী বাজার কেন্দ্রীয় মসজিদের চুরি করা অবস্থায় স্থানীয় জনগণের হাতে দুর্ধর্ষ সাইকেল চোরের মুলহোতা জনি কে আটক করেন।
খবর পেয়ে চোর জনি কে আটক স্থানীয় জনতা। আটক করে থানা পুলিশের সৌপদ করে। আটক জনি চাঁদপুর জেলার মমিন বাড়ির তপন চন্দ্র ধর ছেলে।
চোর জনি কে চাঁদপুর কোর্টে প্রেরণ করেন।
Leave a Reply