হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে হাইমচরে জেলা পরিষদ সদস্য পদে সকল ভোটার ও জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন হাইমচর জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম সিকদার।
এসময় তিনি বলেন,,,আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন আশা করছি।
আমি হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রিয়া সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করি।
সাংবাদিতার দীর্ঘ্য জীবনে কার উপকার হয়েছে কার ক্ষতি হয়েছে,একজন বিচারক ও লেখক কখনোই দুই পক্ষের উপকার করতে পারেননা।
চলার পথে সকলের সাথে একি রকম সম্পর্ক রাখা সম্ভব নয়,তাই দোষ গুণেই আমরা মানুষ,
আমার জানামতে আমার দারা কার কোন বৃহৎ ক্ষতি হয়নি।
আমি খুরশিদ আলম হাইমচরের শ্রদ্ধাভাজন সকল স্তরের জনপ্রতিনিধিদ্বয় দের কাছে আকুল আবেদন করছি,আপনারা সকলেই কমবেশি আমাকে জানেন ও চিনেন।আপনারা হাইমচরের জনগণের মধ্যমনী আপনাদের সচ্চতায় হাইমচরের সকল জনগণ সেবা পাচ্ছে।আপনাদের সকলের সমর্থন ও দোয়া কামনা করছি..খুরশিদ আলম শিকদার।
আমি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হইলে,সকল চেয়ারম্যান ও মেম্বার’দ্বয় দের সাথে নিয়ে জনগণের সেবা করবো ইনশাআল্লাহ,এই প্রত্যয় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করছি