হাইমচর প্রতিনিধিঃ
আগামী ২৮শে নভেম্বর হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ যুবায়ের শিমুল চৌকদারের পক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভোট চেয়ে গণসংযোগ।
২১শে নভেম্বর সোমবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল এর নেতৃত্বে হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নির্বাচনী গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ চরভৈরবী ৪নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে নৌকা মার্কার প্রার্থী ইউসুফ যুবায়ের শিমুল চৌকদারের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।
উক্ত নির্বাচনী গণসংযোগে উপস্থিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,নৌকা বাংলাদেশের উন্নয়নের প্রতীক,নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক,নৌকা মার্কা বাংলাদেশ আওয়ামীলীগের প্রতীক। নৌকা মার্কা শুধু ইউসুফ যুবায়ের শিমুল চোকদারের নয়,নৌকা মার্কা আওয়ামীলীগের সকল নেতাকর্মী সমর্থকদের কলিজার অংশ।আমরা যদি আওয়ামীলীগের নেতাকর্মী হয়ে থাকি তবেঁ নৌকার বাহিরে চিন্তাভাবনা করাটা হবে মির্জাফরের কাজ হবে(এ্যাডভোকেট হেলাল উদ্দিন)সভাপতি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।
আসছে আগামী ২৮শে নবেম্বর হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউপি নির্বাচনে,চরভৈরবী ইউনিয়নের উন্নয়নের সার্থে,সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে চরভৈরবী ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন(ফেরদাউস মোর্শেদ জুয়েল)
এসময় উপস্থিত ছিলেনবচাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল,সহ-সভাপতি ফারুক হোসেন ভূইয়া,মাঈনুদ্দিন সুমন,দপ্তর সম্পাদক রনজিৎ শাহা মুন্না,মিলন,আবু সায়েম,সজিব,ঈমাম গাজী,শেখ দাদন বিন আলমগীর,জুয়েল কান্তি নন্দু,শাহ আলম খাঁন,জাকারিয়া গাজী,মোঃকালাম,সাজ্জদ হয়দার,মোঃ নিশান,মোঃ পলাশ,তাজবির সহ হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোওয়ারী,রত্ন পাটোয়ারী,নাজমুল আলম পলাশ,শরিফ হোসেন হাওলাদার,জাকির হোসেন,শাহ আলম মিজি,আমান বেপারী,সুজন গাজী,হোসেন গাজী প্রমূখ।