হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ আগষ্ট হাইমচর উপজেলার নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রায়হানের পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, হাইমচর উপজেলা যুবলীগের সিনিঃ যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য এসএম আল মামুন সুমন। এ সময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ রাজা পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ মহসিন পাটওয়ারী, উপজেলা যুবলীগের নেতা মোঃ সোহাগ আখনসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাওঃ মোঃ ইউসুফ মিয়া।