হাইমচর ( চাঁদপুর) প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগানে চাঁদপুর জেলা হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার হাইমচর উপজেলার হলরুমে অনুষ্ঠিত উদ্বোধন ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলার পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হোসেন সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আমিনুল ইসলাম, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, ইউপি সদস্য মোঃ আলী আহমেদ দেওয়ান, সফল চাষী মোঃ বশির উল্লা প্রমূখ।