হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার মেঘনায় বুকে ভেসে উঠা চরাঞ্চালের ঘূর্ণিঝড় মিধিলিরা তান্ডবে বসতবাড়িসহ গাছ পালা ও ফসলী জমির ব্যাপক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৬ নভেম্বর হাইমচর উপজেলার ৪ নং নীলকমল, ৫ নং হাইমচর ও ১ নং গাজীপুর ইউনিয়ন বসবাসরত লোকজনের বসতবাড়ির মিধিলি ঘূর্ণিঝড় আঘাত ক্ষতিগ্রস্ত হওয়া সংবাদ পাওয়া গেছে। বসতবাড়ির পাশাপাশি ঐ চরাঞ্চালের কৃষি জমির ফসল ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ৪ নং নীলকমল ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ওয়ার্ডের বাসিন্দা মোকসেদ হাওলাদারের বসত ভিটার উপর গাছ পড়ে তছনছ হয়ে যায়। ঘূর্ণিঝড় বসতঘর ভেঙে গেলে মোকসেদ হাওলাদার ঘূর্ণিঝড়ের কবলে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার দুই সন্তান ও স্ত্রী কে অক্ষত অবস্থায় উদ্ধার করে অন্যত্র আশ্রয় দেয়। বতর্মানে পরিবারটি অসহায় অবস্থা রয়েছে। এছাড়াও হাইমচর উপজেলার আশেপাশে গাছ পড়ে পানের বরজ, বৈদ্যুতিক খুঁটিসহ ব্যাপক ফসল ক্ষতি হয়েছে।
Leave a Reply