হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া বলেন, আজকের এ যৌথ সভা উদ্দেশ্য হল নির্বাচন কে পুজি করে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ কে দ্বিধা বিভক্তি না করতে পারে। চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাকে দল সমর্থন করে আমরা চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো। বৃহস্পতিবার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদ ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদারের পরিচালনা বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ ইলিয়াস লিটন, যুবলীগ নেতা ইউসুফ জুবায়ের শিমুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী লায়লা আঞ্জুমান ভানু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুর রহমান বেপারী, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মহিউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজালাল, ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি মোঃ সোহাগ বেপারী, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান রনি প্রমূখ।