হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ জুন) সকালে হাইমচর উপজেলার চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসার পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত আলোচনা সভা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আবু তাহের ছিদ্দিকীর পরিচালনা বক্তব্য রাখেন মাদ্রাসার দাতা সদস্য মোঃ নাঈমুর করিম টিটু হাওলাদার, মাদ্রাসার সহকারী সুপার মোঃ আঃ কাদের, হাইমচর প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাকির সরদার, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ মোঃ ফারুকুল ইসলাম, কার্তিক, মিনতি রানী দাস, অভিভাবক এনামুল হক, গোলবাহার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফাহিম প্রমূখ।