মোঃ ইসমাইলঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের টমটম ব্রিজ হতে স’মেল পযর্ন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি নিজ অর্থায়নে ১০ বারের মত মেরামত করলেন ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন। রাস্তাটি বার বার সংস্কার করলেও মেঘনা নদীর জোয়ারে পানি প্রবাহিত হয়ে ভেঙে যায়। যার ফলে সংস্কার করলেও রাস্তার মাটি বেশী দিন ঠিকে না, পানির ভেসে যায়। বর্ষা আসলে জনগণের চলাচলে ব্যঘাত ঘটে। রাস্তা টি দিয়ে প্রতিদিন প্রায় সহস্রাধিক ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে হয়। রাস্তাটি দিয়ে চরভৈরবী উচ্চ বিদ্যালয়, এমজেএস স্কুল এন্ড কলেজ, চরভৈরবী গাউসুল আজম দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এব্যাপারে ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন বলেন, এলাকার লোকজনের চলাচলের আমার নিজ অর্থায়নে ১০ বারের বেশী মেরামত করেছি। কিন্তু নদীর জোয়ারে পানি প্রবাহিত হয়ে মাটি সরে যায়। যার ফলে সংস্কার করলেও ঠিকে না। রাস্তা টি যে পর্যায় আছে তার চেয়ে ২ ফুট উচু করলে স্থায়ীভাবে সমাধান হবে বলে আমার বিশ্বাস। আমি শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট আবেদন এই জনগুরুত্বপূর্ণ রাস্তা টি উচু করে স্থায়ীভাবে নির্মান করার অনুরোধ করছি।
Leave a Reply