হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৩ পদে নিয়োগ পরিক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার হাইমচর উপজেলার চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত নিয়োগ পরিক্ষা কম্পিউটার অপারেটর পদে ৮ জনের আবেদন জমা হলেও ৩ জন পরিক্ষা অংশ গ্রহন করে, নিরাপত্তা কর্মী পদে ৫ জন আবেদন করলে ৫ জন অংশ নেন, পরিচ্ছন্নতা কর্মী পদে ৫ জন আবেদন করলে ৪ জন অংশ গ্রহন করে। আয়া পদে ১ জন প্রার্থী আসায় ঐ পদে লিখিত পরিক্ষা স্থগিত করে পরিক্ষা নিয়ন্ত্রণ কমিটি। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক. বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান শেখ, অভিভাবক সদস্য ও ইউপি সদস্য মোঃ কাউসার বেপারী, প্রধান শিক্ষক জগদীশ চন্দ্রসহ শিক্ষকবৃন্দ।