হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান গাজীর নৌকার সমর্থনে ৭ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডে উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতা আমান উল্লা ছৈয়ালের সভাপতিত্বে ও আফজাল হোসেন রাজুর পরিচালনা বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ অলি উল্লা পাটওয়ারী, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান রাড়ী, রামকৃষ্ণ সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, আমি এ ইউনিয়নের জন্য কি করেছি আর কি করি নাই সেটা আপনারা ভাল করে জানে। আমি চেষ্টা করছি আপনাদের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে। একটি পক্ষ আমাকে মামলা হামলা করে আমার উন্নয়নের কাজে বাঁধা দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু কোন ভাবে আমার উন্নয়ন কাজে বাঁধা গ্রস্ত হতে দেইনি। আমি যদি আপনাদের সেবা দিয়ে থাকি তাহলে আগামী ২৯ ডিসেম্বর নৌকা মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করবেন।