হাইমচর প্রতিনিধিঃ
কার্যকর ও জবাবদিহিতা স্থানীয় সরকার প্রকল্প বাস্তবায়নে চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ই মার্চ সকালে হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড সভায় প্রধান অতিথি বক্তব্যে ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, আমি ২০১১ সাল থেকে দায়িত্ব পালনকালীন সময় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের সেবা পৌঁছে দিতে চেষ্টা করে আসছি। জননেত্রী শেখ হাসিনা বাংলার প্রত্যেক মানুষকে পেনশন দিয়ে আসছেন, যেমন সরকারি চাকরিজীবিদের, বয়স্ক ভাতা বিনিময়ে পেনশন, বিধবাভাতা, পঙ্গু মানুষ পাচ্ছেন ভাতা ও মাতৃকালীন ভাতার মাধ্যমে। আমার ইউনিয়নে যারা এ সুবিধা পাননি আপনারা আমার সাথে ও আমার পরিষদের সদস্যদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে, দেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত। জননেত্রী শেখ হাসিনা, ডাঃদীপু মনি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী সহযোগিতার মাধ্যমে গুচ্ছ গ্রাম নির্মান করে ১৯০ টি পরিবারে ঘর দিয়েছেন। এ ইউনিয়নে একটি বঙ্গবন্ধু কেল্লা নির্মান করেছি। একটি দূঃখের বিষয় আমার ইউনিয়নে জনসংখ্যা আগের তুলনায় তিনগুন বৃদ্ধি পেয়েছে অথচ এ ইউনিয়নে সরকারি বরাদ্দ আগের ন্যায় রয়েছে। আমি আশা করি হাইমচর উপজেলার প্রানপ্রিয় নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে বরাদ্দ দেওয়া অনুরোধ করছি।
১ নং গাজীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভায় ওয়ার্ড ইউপি সদস্য রামকৃষ্ণ সরকারের সভাপতিত্বে ও ইউপি সচিব নির্মান চন্দ্র পাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ খাজা আহমদের তালুকদার, হাইমচর প্রেসক্লাবে সহ- সভাপতি মোঃ ইসমাইল প্রমূখ।
৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মুনছুর মিজির সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য আঃ হাই দর্জির সভাপতিত্বে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply