হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভা করেছেন হাইমচর উপজেলা প্রশাসন।
গত সোমবার ১৫ আগস্ট সকালে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একএম মীর হোসেন পরিচালনায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম প্রমূখ। জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের অংশ গ্রহনে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছবিঃ হাইমচরে উপজেলা প্রশাসনে শোক দিবসের আলোচনা সভায় বক্তৃব্য রাখছেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।