হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার ২০২২ সালের আলিম পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত প্রধান অতিথি বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, মানুষের সেবা করতে পারলে মনে আনন্দ পাই। জীবনে যেত দিন বেঁচে থাকবো চেষ্টা করবো মানুষের পাশে দাড়াতে। আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার যে সকল সমস্যা রয়েছে তা আমাদের শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি’র সহযোগিতা সমাধান করার চেষ্টা করবো।
গতকাল বৃহস্পতিবার হাইমচর উপজেলার আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসা গর্ভানিং বডি সভাপতি মোঃ সাহিন মিয়াজি সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ নজরুল ইসলাম রুবেলের পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম এ বাশার, জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম, সহকারী অধ্যক্ষ মাওলানা মোঃ মুজিবুর রহমানপ্রমূখ।