হাইমচর অফিস:
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের মধ্য চরে সরকারি ভাবে ভূমি বন্দোবস্ত থাকা সত্বেও ভূমি দখল কারীদের উচ্ছেদ করায় প্রদিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী পরিবার। রবিবার ২৫ জুন হাইমচর উপজেলা পরিষদ সম্মুখে স্থানীয় ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের এর বিরুদ্ধে বন্দোবস্ত জমি থেকে উচ্ছেদ করার অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিক্ষোভ কারীরা জানান, সরকার আমাদের চরে জমি স্থাই ভাবেও দলিলমূলে বন্দোবস্ত দেন। আমরা জঙ্গল পরিষ্কার করে বসতঘর নির্মান করি এবং ফলস আবাদ করি। স্থানীয় ইউপি চেয়ারম্যান জোর পূর্বক অর্থের বিনিময়ে শরীয়তপুরের লোকজন দিয়ে আমাদের জমি দখলও ফসলি জমি দখল অন্য লোকের কাছে বিক্রি করে, আমরা তার প্রতিবাদ করলে শরীয়তপুর জেলা থেকে লোকজন এনে আমাদেরকে মারদোর ও হুমকি দিয়ে আসছে। বর্তমানে আমরা আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। আমরা আমাদের জমি বুঝে পেতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশন ভূমি অফিসারের সহযোগিতা কামনা করছি।
প্রশাসনের কাছে আমাদের অনুরোধ দলিল দেখে আমাদের ভূমি আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। বন্দোবস্ত কারীদের কে জমি বুঝিয়ে না দেওয়া হলে, ভূমিহিন হয়ে পড়বে অসহায় পরিবার গুলো।
ইউপি চেয়ারম্যান সউদ আল নাছের জানান ইউপি সদস্য সপন মেম্বার সরকারি খাস জমি দখল করে আসছিল। আমি সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে( ডিসিআর) করে জমি ভোগ দখলে গেলে সপন মেম্বার শরীয়তপুরের বাহিরাগত সন্ত্রাসী দিয়ে জমি দখল করার চেষ্টা করেন। আমার ইউনিয়নের অসহায় লোকজন তাদের কে প্রতিহত করেন। এখন স্বপন মেম্বার দখলকৃত জমি ব্যবহার করে মানুষের কাছ থেকে না নিতে পারায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।
Leave a Reply