1. haimcharbarta2019@gmail.com : haimchar :
হাইমচরের ছেলে আরিফ হত্যার মৃত্যুদন্ড প্রাপ্ত মা খুকিকে আটক - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন

হাইমচরের ছেলে আরিফ হত্যার মৃত্যুদন্ড প্রাপ্ত মা খুকিকে আটক

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৭৬৯ Time View

হাইমচর প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলোচিত হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী খুকি বেগমকে ফরিদপুর থেকে আটক করেছে র‌্যাব। দীর্ঘদির পলাতক থাকার পর ছেলেকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যু দন্ডপ্রাপ্ত মা খুকি বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাব-১০, সিসিসি-৩ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামে ২০১৫ সালের ১৮ রাতে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয় আরিফ (১৯) নামে এক তরুণকে। এরপর তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা নেয়ার পথে মতলব ফেরিঘাট পার হওয়ার সময় আরিফ মারা যায়। এ ঘটনায় পরেরদিন আরিফের স্ত্রী আসমা বাদী হয়ে শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞাতনামা দুই তিনজনকে আসামি করে হাইমচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার রায়ে খুকি বেগমকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর থেকে খুকি বেগম পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, খুকি বেগম পূর্বপরিকল্পনা অনুযায়ী তার নিজের ঘরে ছেলে আরিফকে গরুর দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আরিফ দুধ খেয়ে অচেতন হয়ে গেলে আরিফের মা খুকি বেগম ও তার পরকীয়া প্রেমিকসহ অজ্ঞাতনামা আরো দু’একজনের সহযোগীতায় আরিফকে ঘুমন্ত অবস্থায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, বটি ও ব্লেড দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। পরেরদিন খুকি বেগম আরিফের স্ত্রী আসমাকে ফোন করে জানায়, ডাকাতরা আরিফকে মেরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ফেলে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews