মেহেদী হাসানঃ
হরতাল ডেকে জামালপুরে মাঠে নেই বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা। শহরে যান চলাচল স্বাভাবিক আছে। যাত্রী সঙ্কটে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। তবে স্বাভাবিক নিয়মে চলছে ট্রেন।
জামালপুরের কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি হরতাল সমর্থকদের। নেই অপ্রীতিকর ঘটনার খবরও। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও সড়ক মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়াও সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শহরের সকল দোকান খুলতে দেখা গেছে। রিকশা-অটোরিকশা ছোট যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। ফলে জামালপুরে হরতালের কোন প্রভাব পরেনি জনজীবনে।
শহরের প্রধান প্রধান সড়ক ও মোড়গুলোতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রিক্সাচালক জয়নাল মিয়া বলেন, শহরে আমরা সঠিকভাবেই রিক্সা চালাইতেছি। কোন হরতাল দেখি নাই। আমরা দিনমজুর। রিক্সা চললে আমাদের পেটে ভাত উঠবো।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান,স্বাভাবিক চলাফেরা করা জনগণের মৌলিক অধিকার। জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি যারা তারা আবার তৎপর হয়েছে। হরতাল নামটি জামালপুরের মানুষ ভুলে গেছে। স্বাভাবিকভাবেই চলছে সবকিছু।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, বিএনপি জামাতের কথিত হরতাল জামালপুরবাসী প্রত্যাখ্যান করছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। বাংলাদেশের মানুষ শান্তি চায় ,শান্তিতে বসবাস করতে চায়।
Leave a Reply