হাইমচর প্রতিনিধিঃ
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ( ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের অফিসার এবং স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্যে উপসচিব, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় উপপরিচালক মোহাম্মদ শামছুল হক বলেন, হতদরিদ্র মানুষকে নিয়ে কাজ করতে চাই। যারা নতুন চেয়ারম্যান কিংবা নতুন জনপ্রতিনিধি হয়েছেন তারা ভবিষ্যতে পরিকল্পনা করতে হবে। এ সরকারের আমলে সবচেয়ে বেশী সফলতা হল শিক্ষা ক্ষেত্রে। স্থানীয় সরকার সবচেয়ে গুরুত্ব হল টেক্স আদায় করা। এক সময় দেখবেন মানুষ টেক্স স্বেচ্ছায় দিতে আগ্রহ বাড়বে।
বুধবার হাইমচর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহল চৌধুরীর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসচিব, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় উপপরিচালক মোহাম্মদ শামছুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএএলজি প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল হক, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল,
ইএএলজি প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরু উদ্দিন মামুন, উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার,
মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিসার সারর্জিয়া আরফিন, ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, ২ নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী জুলহাস সরকার, ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সউদ আল নাসের, ১ং গাজীপুর ইউনিয়ন পরিষদ সচিব নির্মল পাল, ৬ নং চরভৈরবী ইউপি মহিলা সদস্য নাজমা রহমান।
Leave a Reply