স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চেয়ারম্যান কে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ৬ মে সোমবার, বিকাল ৩ঃ৩০ মিনিটে ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঝরো হন। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে বহরিয়া বাজারে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে নেতা কর্মীরা দ্বাবী করনে লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খান কে অবৈধ ভাবে বহিষ্কার করা হয়েছে এ বহিষ্কার আমরা মানিনা। অনতিবিলম্বে এ বহিষ্কার প্রত্যাহার করে নিতে হবে না হলে কঠোর আন্দোলন করা হবে।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউনুস শেখের সভাপতিত্বে ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরশাদ মাঝি। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সায়েদ আলী আখন, হারুনর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন টেলু, আওয়ামী লীগ নেতা খোকন রাড়ি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহির হাওলাদার, যুগ্ম আহবায়ক ফারুক মাজি, সাবেক সহসভাপতি সফিক খান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটু,সদর উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল মাঝি সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।