সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি মামুন শেখ (২৫ ) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ মার্চ) বিকেলের দিকে উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিনানই পূর্ব পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন শেখ বিনানই গ্রামের সিদ্দিক শেখের ছেলে। স্থানীয়দের অভিযোগ, এরআগেও মামুন শেখ ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় স্থানীয় মাতব্বররা তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিনি আরো দুইজন নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসব ব্যাপারে বেশ কয়েকবার গ্রামে তার নামে শালিস হয়েছে, ধর্ষণের বিচার না পেয়ে বেশকিছু নারী আত্মহত্যা করেছে ৷ চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে মামুন শেখ বিনানই গ্রামের দিনমজুর ইউসুফের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে প্রতিবেদককে জানান চৌহালী থানার এ এসআই রেজাউন মীর । বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
Leave a Reply