1. haimcharbarta2019@gmail.com : haimchar :
সারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল এর ঈদ শুভেচ্ছা - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:৪১ অপরাহ্ন

সারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল এর ঈদ শুভেচ্ছা

  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৭৮ Time View

ইমরান নাজির: স্বেচ্ছাসেবী সংগঠন সারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমিরুল ইসলাম রাসেল মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন এর কৃতিসন্তান জনাব আমির হোসেন প্রধান এর সুযোগ্য সন্তান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব সহ চাঁদপুরজেলাবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেন ”পবিত্র ঈদুল ফিতর” উপলক্ষে মাসব্যাপী আমাদের কার্যক্রম ছিল মানবিক এই কাজগুলোকে প্রসারিত করতে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে সাহায্য-সহযোগিতা উৎসাহিত পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এই রমজান মাসে উলক্ষ্য যোগ্য কাজের মধ্যে ছিল মাদ্রাসায় এতিমদের ইফতার বিতরণ,ঢাকার রাস্তায় ফুটপাতের পথশিশু ও পথচারীদের ইফতার ও সেহেরী বিতরণ। ঈদে বাবাদের মুখে হাসি ফুটুনোর জন্য পাঞ্জাবি উপহার এই প্রোগ্রামগুলো ছিল চলমান কিন্তু আমরা সারা ফাউন্ডেশন এর মাধ্যমে একজন অসহায় কে স্বাবলম্বী করতে চাই, দীর্ঘস্থায়ী একটি কর্ম ব্যবস্থা করে দিব যেমন সেলাইমেশিন, দোকান, ভ্যান, রিকশা, ছাগল গরু, আমরা এমন পরিকল্পনা এই দুই বছর ধরে হাতে নিয়েছি, ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি আমাদের অসহায় বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য।

প্রিয় দেশবাসী ও প্রবাসী দের কাছে অনুরোধ করবো আপনার যাকাতের ফান্ড টি একটি পরিবার কে দিন যে সে স্বাবলম্বী হতে পারে। বা আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন সে অসহায় পরিবার টির। অসংখ্য এমন পরিবারের ডাটাবেজ আমাদের কাছে আছে,

এসো মানবতার হাত বাড়ির সুন্দর সমাজ বিনির্মানে সেবা বিশ্বকে ছড়িয়ে দিতেই সারা ফাউন্ডেশন।
এই শ্লোগানকে ধারণ করেই ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় সারা ফাউন্ডেশন, প্রতিষ্ঠাকাল থেকেই অসংখ্য মানবিক কাজ করে আসছে এই সংগঠনটি যা মতলব থানা চাঁদপুর জেলায় অসহায় মানুষের আস্থা অর্জন করে এসেছে,সংগঠন টি প্রতিবন্ধীদের হুইলচেয়ার, বেদের ত্রান-সাহায্য,অসহায় রোগীদের ফ্রি অক্সিজেন সেবা, শীতবস্ত্র, ঈদ সামগ্রীর, মেডিসিনসেবা,ফ্রি রক্তদান,সহ অগণিত স্বেচ্ছাসেবী কাজ পরিচালনা করে আসছে, রাসেল বলেন জনপ্রিয় এই সেচ্ছাসেবী সংগঠন টি প্রতিষ্ঠাতা করতে পেরে আমি অনেক গর্বিত। সংগঠনের মাধ্যমে অসংখ্য মানবিক কাজ আমরা করতে পেরেছি এবং তরুণ একটা প্রজন্মকে
মানবিক হিসাবে গড়ে তুলেছি, দেশবাসী আপনারা আমাদের এই তরুণ প্রজন্মের জন্য দোয়া করবেন। মাদক মুক্ত সমাজ বিনির্মানে কাজ করতে পারি।

বিশেষ করে এই সংগঠনটি পরিচালিত হয় সারা ফাউন্ডেশনের কর্ণধর রাইসা আক্তার সারা,র পরিবার এর ক্ষুদ্র ব্যবসার লাভ বংশ থেকে এবং পরিবার এর সকল আত্মায় স্বজন এবং শুভাকাঙ্খীদের সাহায্য সহযোগিতায়।

সংগঠনের কার্যক্রম দেখে থানা ও জেলার সকল মানুষেরই কাছে খুব জনপ্রিয় এই স্বেচ্ছাসেবী সংগঠন টি কাজগুলো সব সময় একটু ব্যতিক্রম হয়ে থাকে যার জন্য অসহাদের অন্তরে জায়গা করে নিয়েছে এবং মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, সংগঠনের সকল সদস্য এই কাজগুলো যেতে চায় সেজন্য দেশবাসীর কাছে দোয়া চায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews