1. haimcharbarta2019@gmail.com : haimchar :
সভাপতি শেখ ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক এডঃ সেলিম চাঁদপুর জেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন

সভাপতি শেখ ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক এডঃ সেলিম চাঁদপুর জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম কে ফুলের শুভেচ্ছা জান্নাচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া সহ অনান্যরা।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি হলেন শেখ ফরিদ আহমেদ মানিক ও সেক্রেটারি ( সাধারণ সম্পাদক ) নিবাচিত হলেন সলিমুল্লাহ সেলিম।

শনিবার (২ এপ্রিল) বাগাদীস্থ নানুপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন শেষে রাত সোয়া ৭ টায় নিবাচন পরিচালনা কমিটির প্রধান নিবাচন কমিশনার অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু অনুষ্ঠানের অতিথি ও উপস্থিত নেতাকমীদের সামনে নিবাচন পরিচালনা কমটির সদস্যদের কে পরিচয় করিয়ে দেন।

নির্বাচনে জয়লাভ কারী সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ অনান্য নেতৃবৃন্দ।

জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলার বিভিন্ন উপজেলার ভোটারদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এবারের সম্মেলনে ভোটার সংখ্যা ছিলো ১৫১৫ জন। ৯৯২ জন ভোটার ব্যালট পেপারেরর মাধ্যমে ভোট প্রদান করেন। এর মধ্যে সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক ছাতা প্রতিকে পেয়েছেন ৯২৭ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম মাছ প্রতীকে পেয়েছেন ৮৯২ ভোট।

নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মমিনুল হক সাইকেল প্রতীকে পেয়েছেন ২৩, কামাল চৌধুরী চেয়ার পদে পেয়েছেন ১১ ভোট। সভাপতি পদে ভোট বাতিল হয়েছে ৩১টি।

অপরদিকে সাধারন সম্পাদক পদে দেওয়ান সফিকুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ৩৯, মোস্তফা খান সফরী বই প্রতীকে পেয়েছেন ২৫ ও কাজী গোলাম মোস্তফা আম প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। সাধারন সম্পাদক পদে ভোট বাতিল হয়েছে ২২ টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews