জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বেড়েছে। দিনের বেলা হালকা সুর্যের আলোর তাপ থাকলেও সন্ধ্যার পরেই ঠান্ডা ভয়াবহ রুপ নিচ্ছে।
এই তীব্র শীতে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষকে উষ্ণ রাখতে শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ।
শনিবার ( ৩১ ডিসেম্বর ) দুপুরে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় প্রাঙ্গণে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, ইসলামপুর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জুয়েল সরকার,ইসলামপুর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ শাহীন মিয়া প্রমূখ৷
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে সব সময় চেষ্টা করি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। এবার শীত একটু আগেই এসেছে। তাই সাধারণ মানুষদের শীত নিবারণের সামান্য প্রয়াস এটি।দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যে কোন দূর্যোগে পাশে থাকার চেষ্টা করি। অসহায় মানুষদের পাশে আমি আগেও ছিলাম,আগামীতেও থাকবো। বিশেষ করে আমি অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকতে পছন্দ করি।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের আস্থা আর ভালোবাসা নিয়ে রাজনীতি করে। দেশের মানুষ বলছে, জাতীয় পার্টির শাসনামলেই দেশের মানুষ ভালো ছিলেন। তাই তারা আগামীতে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়।